আদালত

একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ তথা রূপকল্প-২০২১ বাস্তবায়নের উদ্দেশ্যকে সামনে রেখে জনগণের দোরগোড়ায় তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে নানামূখী উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যমান সকল এক্সিকিটিভ আদালতের কার্যক্রমকে ডিজিটালাইজেশন করার লক্ষ্যে “আদালত” নামক একটি ফ্রেমওয়ার্ক তৈরির কার্যক্রম হাতে নিয়েছে। এই ফ্রেমওয়ার্কের একটি পার্ট হলো মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম (MCMS) ।
মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম (এমসিএমএস)
ইভটিজিং, মাদক ও ভেজাল প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণসহ সমাজে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মোবাইল কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে নাগরিকগণের সাথে আদালতের সংযোগ দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছিল। কার্যকরভাবে জনসেবা প্রদান, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দেশে আদালতের কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। উল্লিখিত বিষয়সমূহকে সম্পৃক্ত করে রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম (MCMS) তৈরি করেছে। এটা পরবর্তীতে ই-কোর্ট সিস্টেমে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। যা অন্যান্য আদালতেও সম্প্রসারিত রূপে বাস্তবায়িত হতে পারে। এই সিস্টেমে সমাজে সচরাচর সংঘটিত বা সংঘটিতব্য অপরাধসমূহ নাগরিকগণের সহজেই সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর সুযোগ রয়েছে।
এমসিএমএস এর প্রধান বৈশিষ্ট্যসমূহঃ
  • এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে নাগরিকগণ অভিযোগ জানাতে পারবেন;
  • তথ্য প্রযুক্তি সামগ্রীর মাধ্যমে মোবাইল কোর্টের সকল কার্যক্রম দ্রুত ও দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব;
  • একই ব্যক্তি কর্তৃক পুনরায় সংঘটিত অপরাধ সম্পর্কে যে কোনো স্থান থেকে তথ্য যাচাই করা যাবে;
  • ডিজিটাল পদ্ধতিতে নথি সংরক্ষিত হওয়ায় সহজে এবং দ্রুত নাগরিকগণকে আদেশের কপি সরবরাহ করা যাবে;
  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক মোবাইল কোর্টের কার্যক্রম পরিবীক্ষণ;
  • এই সিস্টেমের মাধ্যমে সমাজের অপরাধের চিত্র ও বিভিন্ন অপরাধের প্রবণতা বিশ্লেষণ করা যাবে;
  • সিডিউলভুক্ত সকল আইন এবং পূর্ববর্তী নজিরসমূহও অবহিত হওয়া যাবে;
  • এই সিস্টেমে বায়োমেট্রিক ও ডিজিটাল স্বাক্ষর সংযোজন হয়েছে;
  • সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রশিক্ষণে সহায়তাসহ কর্মদক্ষতা বাড়বে;
  • তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম কী?
মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে খুব সহজে ও দ্রুততার সাথে অনলাইনে এবং প্রয়োজনে অফলাইনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্টের সকল কার্যক্রম যেমনঃ অভিযোগনামা দায়ের, জব্দতালিকা প্রস্তুত, অভিযোগ গঠ্ন, জবানবন্দি গ্রহণ ও আদেশ প্রদান করতে পারবেন। এই সিস্টেমের মাধ্যমে নাগরিকগণ অনলাইনে সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে বিভিন্ন অপরাধের বিষয়ে অবহিত করতে পারবেন।
www.ecourt.gov.bd

 
নাগরিক পরিসেবাঃ
  • মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে নাগরিকগণ অনলাইনে সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট বা এক্সিকিঊটিভ ম্যাজিস্ট্রেটগণকে বিভিন্ন অপরাধের বিষয়ে অবহিত করতে পারবেন এবং তাঁদের দায়েরকৃত অভিযোগের উপর গৃহীত কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ রয়েছে;
  • সিস্টেম থেকে নাগরিকগণ বাংলাদেশে বিদ্যমান সকল আইন পড়তে ও ডাউনলোড করতে পারবেন।
  • সিস্টেম থেকে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর তফসিলভুক্ত আইনসমূহ ব্যবহারকারীগণ দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
  • মোবাইল কোর্ট পরিচালনা, নাগরিক অধিকার রক্ষায় এর প্রভাব সম্পর্কিত তথ্যাদির খবর নাগরিকগণ দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
  • মোবাইল কোর্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ছবিসমূহ নাগরিকগণ দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

Mobile Court Management System (MCMS)

Mobile Court has been playing significant role to establish law and order in the society through restraining eve teasing, deterring drug and adulteration, ensuring consumer rights, preserving human rights and environment. The necessity was perceived long ago to draw linkage between citizens and the Court with an aim to cooperate the law-controlling authority carrying out their duties. Many countries have been implementing Information Technology in the functions of Courts in order to render service to the citizens effectively, ensure transparency and accountability in work and to establish Good Governance. Totaling these with an aim to materialize Vision-2021, the “Access to Information (a2i) Programme” of Prime Minister’s Office has developed the “Mobile Court Management System” (MCMS) in association with United Nations Development Programme (UNDP). The System is envisioned as the “e-Court System” in future which may be extended to other Courts as well. The System facilitates citizens to inform concerned public authorities regarding common offences occurred or to be occurred in the society.
Salient Features of MCMS:
  • Scope to submit citizen complaints to Executive Magistracy directly;
  • Capacity to conduct Mobile Courts competently and instantly with the use of ICT based equipment;
  • Chance to verify information of intermittent crimes and habitual offender from any place;
  • Facility to deliver Duplicate copies of digitally preserved Order Sheets to citizens easily and instantly;
  • Attuned to monitor the performance of Mobile Courts by the higher authority;
  • Feasible to perform Case Study, crime analysis and propensity of offences in the society;
  • Preference to access all scheduled Laws of Mobile Court Act, 2009 along with previous instances at a glance;
  • Compatible to use Biometric and Digital signature;
  • Opportunity to enhance efficiency and training capacity of the concerned personnel;
  • Initiative to ascertain transparency and accountability at work with the use of Information technology.
What is Mobile Court Management System (MCMS)?
of functions of a Mobile Court (such as- issuing complaint petition, preparing seizure list, framing charge, recording confessional statement and passing verdict) online and even offline if required in an easier and quicker manner. Through this online system, the citizens can easily inform or complain against any crime directly to the District Magistrates or the Executive Magistrates of their respective jurisdiction. www.ecourt.gov.bd
Citizen’s Services:
  • In the “Mobile Court Management System” (MCMS), citizens can easily inform or complain against any crime directly to the District Magistrate or the Executive Magistrate of their respective jurisdiction and can also learn about the initiatives taken regarding their indictments.
  • Citizens can study as well as download all existing Laws of Bangladesh from the System.
  • The users can browse and download the scheduled Laws of the Mobile Court Act, 2009 in the System.
  • Citizens can be well-informed of the news and facts related to Mobile Court and its impact on safeguarding citizen rights.
  • Citizens can watch and download necessary images of Mobile Courts conducted all over the country from the System.