ডিসক্লেমার

  • আইন-শৃংখলা রক্ষা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতার সাথে মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে। এই সিস্টেমের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেটগণ খুব সহজে ও দ্রুততার সাথে মোবাইল কোর্টের সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
  • নাগরিকগণ এ সিস্টেমের মাধ্যমে সমাজে সংঘটিত বা সংঘটিতব্য অপরাধের বিষয়ে সরাসরি জেলা ম্যাজিস্ট্রেসিকে অবহিত করতে পারবেন। সেক্ষেত্রে অভিযোগ প্রেরণকারীর নাম ও ঠিকানা গোপন থাকবে।
  • দেশি- বিদেশি সকল নাগরিক ইন্টারনেটের মাধ্যমে এই সিস্টেমে প্রবেশ করতে পারবেন এবং সিস্টেম হতে সেবা গ্রহণ করতে পারবেন।
  • নাগরিক কর্তৃক প্রেরিত অভিযোগসমূহকে কোনভাবেই মোবাইল কোর্ট মামলার ডায়েরি বা মামলার অভিযোগের বিকল্প/প্রতিকল্প/সমকক্ষ মনে করা যাবে না। এই সিস্টেমের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন প্রকার আইনগত কার্যধারা রুজু করা যাবে না। এক্ষেত্রে জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ এর ৩(২০) ধারা এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ১৪ ধারা প্রযোজ্য হবে।
  • কোন নাগরিক কর্তৃক ইচ্ছাকৃতভাবে ভুল, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক অভিযোগ প্রেরণ করা হলে তার বিবুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • এই সিস্টেমের তথ্য চুরি, তথ্যের বিকৃতি সাধন অথবা অন্য কোন অসদুপায় অবলম্বন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।