সততা ব্যবসায়ের মূল পুঁজি

Client Logo
  • গল্প লিখেছেনঃ  মুহাম্মদ ইসমাঈল
  • তারিখঃ 2017-01-26
  • ভিজিটঃ 1405
 

গত ০৩/১১/২০১৬ খ্রি তারিখ বৃহস্পতিবার বিকাল ০৫.০০টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার কাটাখালী এলাকায় সাবওয়ে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উক্ত ফিলিং স্টেশনে ডিসপেন্সার হতে সঠিক ওজনে পেট্রোল/ডিজেল দেয়া হয় কিনা তা আদর্শ মান মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষান্তে দেখা যায়, উক্ত ফিলিং স্টেশনে একটি ডিসপেন্সার হতে প্রতি ১০(দশ) লিটার ডিজেলে ১৫০ মিলিলিটার করে ডিজেল ওজনে কম দেয়া হয়। ওজনে কম দিয়ে গ্রাহকদের ঠকানোয় উক্ত ফিলিং স্টেশনের ম্যানেজার জনাব আবুল কালাম, পিতা-আব্দুস সাত্তার, শ্যামপুর, রাজশাহী’কে দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এন্ড মেজার্স অর্ডিন্যান্স, ১৯৮২ এর ২৮ ধারার অপরাধে ৪৫ ধারায় =৮,০০০/= (আট হাজার টাকা) জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজশাহী জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ ইসমাঈল। এ সময় রাজশাহী বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজী) জনাব মিঠুন কবিরাজ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী কাজী আশরাফ উদ্দীন বলেন, “ওজনে কারচুপি করে মানুষকে ঠকানো অত্যন্ত গর্হিত একটি কাজ। এ বিষয়ে জেলা প্রশাসন, রাজশাহী কঠোর অবস্থান নিচ্ছে। অপরাধীদের আইনের আওতায় এনে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।” শাস্তিপ্রাপ্ত ব্যক্তি এ সময় স্বীকার করেন যে, অপরাধ প্রমাণিত হওয়ায় তার এতদিনের ব্যবসায়িক ইমেজের ক্ষতি সাধিত হল। সত্যিই, সততা ব্যবসায়ের মূল পুঁজি।


 প্রিন্ট