মোবাইল কোর্টের গুরুত্বপূর্ণ খবরসমূহ
![]() |
2017-06-08 - রাউজানে দুই ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড : গহিরায় হাসেম বেকারীসহ দুই দোকানে ৩০ হাজার টাকা জরিমানা আদায়
রাউজানের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গহিরায় হাসেম বেকারীসহ ২ দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান, বাধা প্রদানে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও উপজেলার রাঙ্গামাটি সড়কের গিরিছায়া এলাকা থেকে মদ, গাজা সহ আটক দুই ব্যক্তি ৬ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ৬ জুন মঙ্গলবার পৃথক অভিযানে এসব জড়িমান ও দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.শামিম হোসেন রেজা। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খান। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারি সাধন চাকমা জানান, উপজেলার রাঙ্গামাটি সড়কের পৌরসভার গিরিয়া এলাকা থেকে মঙ্গলবার ৮ লিটার মদসহ আটক আনোয়ারার জুইদন্ডির আমিরের বাড়ীর শের আলীর পুত্র নিজাম উদ্দিনকে (২২) ৬ মাসের কারাদন্ড, গাজাসহ আটক রাউজান পৌরসভার আলীখিলের আবদুল মালেকের পুত্র আবুদল মান্নান (৩০) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। অন্যদিকে উপজেলার গহিরা চৌমুহনিতে রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খানকে নিয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো.শামিম হোসেন ভেজাল বিরোধী অভিযানে হাসেম বেকারীকে ২০ হাজার টাকা, মদন মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা ও ভ্রাম্যমান আদালতের কাজে বাদা প্রদানের অভিযোগে গহিরার দলিলুর রহমানের পুত্র জামাল (৪৫) কে ২ হাজার টাকা জড়িমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এসময় এসব দোকান থেকে ভেজালযুক্ত বিভিন্ন খাবার সামগ্রী ধ্বংস করা হয়।
|
![]() |
2017-06-07 - পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে মোবাইল কোর্ট
পরিবেশের ভারসাম্য রক্ষা, স্বাস্থ্যগত ঝুঁকি নিরসন এবং দেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে এনে এর বহুমুখী ব্যবহার নিশ্চিতকরার স্বার্থে ২০১০ সালে প্রণীত 'পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন' অনুযায়ী কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আজ (০৭ জুন ২০১৭) কিশোরগঞ্জ শহরের বড় বাজার এলাকায় খাদ্যদ্রব্য/পন্যে পাটজাত মোড়কের ব্যবহার মনিটরিং ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজির হোসেন এবং জনাব মোঃ আরিফুজ্জামানের নেতৃতে এক সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন খাদ্যদ্রব্য/পন্যে পলিথিন ও প্লাস্টিক মোড়ক ব্যবহারের দায়ে 'পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ অনুযায়ী জরিমানা করা হয়। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকণকল্পে পলিথিন/প্লাস্টিক মোড়ক ব্যবহারের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
|
![]() |
2017-05-25 - নাটোরে ই-মোবাইল কোর্ট বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ
নাটোর জেলায় অনুষ্ঠিত হলো এটুআই প্রোগ্রামের অর্থায়নে ও ক্যাবিনেট ডিভিশনের নিদের্শনায় ই-মোবাইল কোর্ট সিস্টেম বিষয়ক একদিন ব্যাপী চারটি কর্মশালা। মে’২০১৭ইং এর ২১, ২২, ২৩ ও ২৫ তারিখে সম্পাদিত ইলেকট্রনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা প্রযুক্তি ও নতুন ফিচারগুলো অবহিতকরণ বিষয়ক রিফ্রেশার ট্রেনিংগুলোতে রিসোরস পারসন হিসেবে উপস্থিত থাকেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নাটোর জনাব শাহিনা খাতুন এবং মাস্টার ট্রেইনার ও কোর্স কো-অডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মো: সাইফুল আলম। ফ্যাসিলিটেশনে থাকেন টিওটি প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেইনার সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া, রাজশাহী জনাব মো: শফিকুর আলম এবং সহকারী কমিশনার (ভূমি), গুরুদাসপুর, নাটোর জনাব গনপতি রায়। প্রতিটিতে ২৫জন করে প্রশিক্ষণার্থী নিয়ে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ১ম প্রশিক্ষণটি এবং পরবর্তী ৩টি ট্রেনিং অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাতে অংশ নেয় নাটোর জেলা পুলিশের অন্তত: ৩৮জন সদস্য সহ জেলা-উপজেলার বিভিন্ন সরকারী অফিসের প্রসিকিউটর পর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, উপজেলা নিবার্হী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেটবৃন্দ। ভ্রাম্য আদালত পরিচালনায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ই-মোবাইল কোর্ট পদ্ধতির ব্যবহারে বায়োমেট্রিক ডিভাইস ফিচার সংযোজন, অপরাধের তথ্য প্রেরণ, খবর ও কেস-স্টাডি আপলোড এবং কর্মন্থল বা অধিক্ষেত্র পরিবর্তনে করণীয় সম্পকে প্রশিক্ষণগুলি আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল এটুআই প্রোগ্রাম হতে আগত ই-সেবা স্পেশালিস্ট মোছা: শিরিন শবনম ও সহকারী সচিব সাবরীনা রহমানের সক্রিয় উপস্থিতি ও প্রেজেন্টেশনে।
|
![]() |
2017-05-09 - কিশোরগঞ্জে নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান
আজ কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে নকল/মেয়াদহীন/নিষিদ্ধ/ফিজিশিয়ান স্যাম্পল/অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট/ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধ বিক্রেতা ও ভুয়া ডাক্তার/ক্লিনিকের বিরুদ্ধে এক সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ড্রাগ লাইসেন্স না থাকা/ডাক্তার স্যাম্পল/নিষিদ্ধ/মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় ও মজুদের দায়ে ‘ড্রাগ এ্যাক্ট-১৯৪০’ এবং অননুমোদিত মেডিকেল প্র্যাক্টিসের দায়ে ‘মেডিকেল প্র্যাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২’ এর বিভিন্ন ধারায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজির হোসেন এবং জনাব মোঃ শরীফুল আলম মোবাইল কোর্টের মাধ্যমে ০৫টি মামলায় মোট ৮০,০০০/= (আশি হাজার) টাকা জরিমানা করেন। নকল, মেয়াদ উত্তীর্ণ, ভুয়া ডাক্তারের বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো। এ জাতীয় অপরাধের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
|
![]() |
2017-04-30 - অপারেশন থিয়েটার নাকি কসাইখানা! (ঝিনাইদহ)
হালনাগাদ লাইসেন্স, ডাক্তার, বিধি মোতাবেক নার্স, যন্ত্রপাতি, রোগীদের তালিকা কিছুই নেই। অপারেশন থিয়েটারের অস্বাস্থ্যকর পরিবেশ, রোগীর ওয়ার্ডগুলো যেন একেকটা রান্নাঘর। এভাবেই চলছিল 'ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল' নামক প্রতিষ্ঠানটি। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বার বাজার এলাকায় অবস্থিত এ হাসপাতালের মালিক অপু বললেন, "স্যার, সবই জানি, ভুল হয়ে গেছে।" ৩০ এপ্রিল, ২০১৭ খ্রি: ঝিনাইদহ সদর হাসপাতালের ডাক্তার আরিফ আহমেদ কে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ঝিনাইদহের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এরকম দৈন্যদশা দেখে হাসপাতালটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয় এবং হাসপাতালের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বর্তমানে অবস্থান করা রোগীদের রিলিজ দেয়ার পর হাসপাতালটি বন্ধের নির্দেশ দেয়া হয়।
|
![]() |
2017-04-27 - কিশোরগঞ্জে পার্কে অভিযান
কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে পার্ক/বিনোদনকেন্দ্রে অবস্থান ঠেকাতে শহরের উবাই পার্কে অভিযান পরিচালিত হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজির হোসেন ও জনাব মোঃ নাজমুল হক সুমন এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন মোট ২০জন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীকে পাওয়া যায়। উক্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের ঠিকানাসহ মোবাইল নাম্বার নিয়ে তাদের বিষয়ে (ছাত্র-ছাত্রীদের) সতর্ক করা হয়।
|
![]() |
2017-04-27 - কিশোরগঞ্জে ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট
কিশোরগঞ্জের বড়পুল মোড়ে ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজির হোসেন ও জনাব মোঃ নাজমুল হক সুমন সংশ্লিষ্ট চালক/মালিককে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী জরিমানা করেন।
|
![]() |
2017-04-20 - ক্লাস ফাঁকি দিয়ে পার্কে অবস্থান ঠেকাতে অভিযান
আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে পার্ক/বিনোদনকেন্দ্রে অবস্থান ঠেকাতে শহরের নেহাল গ্রিন পার্কে এক ঝটিকা অভিযান পরিচালিত হয়। পুলিশ ও পার্কের নিরাপত্তা কর্মীদের সহায়তায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজির হোসেন এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন মোট ৪৩জন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীকে পাওয়া যায়। উক্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের ঠিকানাসহ মোবাইল নাম্বার নিয়ে তাদের বিষয়ে (ছাত্র-ছাত্রীদের) সতর্ক করা হয়। ক্লাস ফাঁকি দিয়ে পার্ক/বিনোদনকেন্দ্রে অবস্থানের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং অন্যান্য সকল পার্ক/বিনোদনকেন্দ্রে পর্যায়ক্রমে এ অভিযান চালানো হবে। অভিভাবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীকে শিক্ষার্থীদের এ প্রবনতা ঠেকাতে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।
|
![]() |
2017-04-20 - কিশোরগঞ্জে মোটরযানের অননুমোদিত বাম্পারের বিরুদ্ধে মোবাইল কোর্ট
আজ কিশোরগঞ্জের জেলখানার মোড়ে ট্রাক, পিকআপ ও অন্যান্য মোটরযানের অননুমোদিত বাম্পারের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজির হোসেন সংশ্লিষ্ট চালক/মালিককে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী জরিমানা করেন।
|
![]() |
2017-04-18 - মোটরযানের অননুমোদিত বাম্পার, হুকার ও এঙ্গেল অপসারণ
জয়পুরহাট জেলার হিচমি বাজারে ট্রাক, পিকআপ ও অন্যান্য মোটরযানের অননুমোদিত বাম্পার, হুকার ও এঙ্গেলের বিরুদ্ধে দেশব্যাপী নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত মোবাইল কোর্টের অংশ হিসেবে জেলা প্রশাসন কর্তৃক এক সাড়াশি অভিযান পরিচালিত হয়। আটককৃত মোটরযানের বাম্পার অপসারণ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর বি এম তারিক-উজ-জামান সংশ্লিষ্ট চালক/মালিককে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী জরিমানা করেন। মোটরযানের অননুমোদিত বাম্পার, হুকার ও এঙ্গেলের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
|