মোবাইল কোর্টের গুরুত্বপূর্ণ খবরসমূহ
2020-10-05 - বগুড়ার শেরপুরে চালের মজুদদারির ও মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযান অব্যাহতঃ দুই জন দণ্ডিত
সরকারের নির্দেশনামতে চালের মজুদদারি রোধকল্পে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আজ ০২ অক্টোবর উপজেলার মহিপুর এবং বনমরিচা এলাকার বেশ কয়েকটি রাইস মিলসরেজমিন পরিদর্শনপূর্বক মজুদ করে রাখা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ। এসময় চালের মজুদ না করতে পরামর্শ দেয়া হয়। এছাড়াও পণ্যে পাটের মোড়ক ব্যবহার করা হচ্ছে কিনা বা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করা হয়। পাটের মোড়কের পরিবর্তে কৃত্রিম প্লাস্টিকের ব্যাগে ধান সংরক্ষণ করায় এক চাতাল মালিককে ১০০০/-টাকা এবং নিজের দোকানে মেয়াদ-উত্তীর্ণ ঔষুধ সংরক্ষণ করায় বনমরিচা এলাকার একজনকে ২০০০/- টাকা মোট দুইজনকে ৩০০০/-টাকা জরিমানা করা হয়। চাল, পেয়াজ ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধিরোধে মহিপুর, বনমরিচা এবং কলেজ রোডের বিভিন্ন দোকানে খুচরা মূল্য পর্যবেক্ষণ করা হয়। মূল্যতালিকা টাঙ্গানো এবং মুল্য বৃদ্ধি না করতে পরামর্শ দেয়া হয়। মিলারদেরকে মজুদদারি বা কারসাজি না করতে পরামর্শ দেয়া হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য সকলকে পরামর্শ দেয়া হয়। এসময় ইউএনও বলেন, চাল মজুদদারি বা কারসাজি করে চাল বা অন্য কোন দ্রব্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
|
2020-09-30 - চালের মজুদদারি ও দাম বৃদ্ধি রোধকল্পে অভিযান অব্যাহতঃ স্বাস্থ্যবিধি অমান্যে ৫ জনের জরিমানা
http://www.dailydeshersangbad.com/blog/2020/09/30/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a6%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d/
|
2020-09-23 - অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি বানানোয় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
http://sherpur.bogra.gov.bd/site/news/949d04e8-d614-4b46-8378-7155c8cc79ae/%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A7%9F-%E0%A7%AC-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE
|
2020-04-21 - সড়ক আইনে মোবাইল কোর্ট অভিযান
অদ্য ১৮/১১/২০১৯ তারিখ বিকাল ৪.৩০ ঘটিকা সময় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন কাশিয়াদাংগা নামক স্থানে উপস্থিত হয়ে মোবাইলকোর্ট পরিচালনা কালে অভিযুক্ত ব্যক্তি জনাব: মোঃমোস্তাফিজুর রহমান, পিতা-দারুজ্জামান চোধুরী ,বয়স: ৪৬, পেশা: চাকুরি, সাং- হড় গ্রাম, থানাঃ রাজপাড়া, জেলাঃ রাজশাহীকে অপরাধ সংঘটনের সময় হাতে নাতে ধৃত হন। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে,অভিযুক্ত ব্যক্তি ঘটনা স্থলে হেলমেট ব্যতীত মোটরগাড়ি চালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যা সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৯ধারার লঙ্ঘন ও ৯২ধারায় দণ্ডনীয় অপরাধ ।
|
2020-01-28 - মেঘনা নদীতে মাছ ধরার কাজে ব্যবহার করা অবৈধ ২০০০ খুটি অপসারণ
ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্যার এর নির্দেশনায় ২৭ জানুয়ারী, ২০২০ তারিখে ভোলা জেলার দৌলতখান উপজেলা এর মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার কাজে ব্যবহার করা অবৈধ ২০০০ খুটি অপসারণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সালেহ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ড বাহিনীর সদস্য।এতে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা বা মামলা করা যায়নি।
|
2020-01-27 - মেঘনা নদীতে মাছ ধরার কাজে ব্যবহার করা অবৈধ ১০০০ খুটি অপসারণ
ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্যার এর নির্দেশনায় ২৭ জানুয়ারী, ২০২০ তারিখে ভোলা জেলার দৌলতখান উপজেলা এর মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার কাজে ব্যবহার করা অবৈধ ১০০০ খুটি অপসারণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সালেহ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ড বাহিনীর সদস্য।
|
2020-01-21 - বগুড়ার শেরপুরে বালু খেকো প্রতিহত করলো উপজেলা প্রশাসন
শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২০, ৯:০৮ এএম আপডেট: ২১.০১.২০২০ ৯:১৭ এএম | বগুড়ার শেরপুরে বালু খেকো প্রতিহত করলো উপজেলা প্রশাসন বগুড়ার শেরপুরে বালু খেকো প্রতিহত করলো উপজেলা প্রশাসন। গতকাল বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বরইতলি গ্রামে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয়। https://deltatimes24.com/details.php?id=41011&fbclid=IwAR3ezq0L3A79v4AUHZbJJZk2obRVLTsjAdD5-qcZGzKtVvepI7_eRLMYZ-E বগুড়ার শেরপুরে বালু খেকো প্রতিহত করলো উপজেলা প্রশাসনবগুড়ার শেরপুরে বালু খেকো প্রতিহত করলো উপজেলা প্রশাসন থানা-পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন বগুড়ার শেরপুর উপজেলার এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলাম রানা। এসময় সমবেত উৎসুক জনতার উদ্দেশ্যে এসিল্যান্ড জামশেদ আলাম রানা।বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করে, তারা দেশ ও জাতির শ্ত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বালুখেকোদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হবার আহবান জানান।
|
2020-01-21 - 4414.01.17228.0003.20
4414.01.17228.0003.20
|
2020-01-19 - বগুড়ার শেরপুরে বালু খেকো প্রতিহত করলো উপজেলা প্রশাসন।
বগুড়ার শেরপুরে বালু খেকো প্রতিহত করলো উপজেলা প্রশাসন। আজ ১৯/০১/২০২০ তারিখ বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বরইতলিতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয়। থানা-পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জনাব জামশেদ আলাম রানা, এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শেরপুর, বগুড়া। এসময় সমবেত উতসুক জনতার উদ্দেশ্যে এসিল্যান্ড বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করে, তারা দেশ ও জাতির শ্ত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বালুখেকোদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হবার আহবান জানান।
|
2020-01-06 - বগুড়ার শেরপুরে গত ১ বছরে ভ্রাম্যমান আদালতের রাজস্ব আদায় প্রায় ৬ লাখ টাকা
বাদশা আলম,শেরপুর, বগুড়া বগুড়ার শেরপুরে গত এক বছরে বিভিন্ন সময় পরিচালিত ১২১ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫ লাখ ৬৫ হাজার ৬ শত ৫০ টাকা রাজস্ব আদায় করেছে উপজেলা প্রশাসন। এবং মামলা দায়ের করেছে ২৮৮ টি। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, বগুড়া জেলার শেরপুর উপজেলায় গত ২০১৯ সালে ১২১টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ২৯টি মামলার মাধ্যমে ১ লাখ ৩০ হাজার, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুটি মামলায় ৫৫ হাজার, ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইনে ৭৮ টি মামলায় ২৮ হাজার ৭ শত, ১৮৬০ সালের আইনের দন্ডবিধির বিভিন্ন ধারায় ৩১ টি মামলায় ১২ হাজার ৫ শত ৫০, ঔষধ (ড্রাগ) আইনে ২৪ টি মামলায় ৪৮ হাজার, করাতকল(লাইসেন্স) বিধিমালায় ১৮টি মামলায় ৪৮ হাজার, পন্যে পাটজাত মোড়ক আইনে ৫৮ টি মামলায় ১ লাখ ৩৭ হাজার ৮ শত, মৎসরক্ষা ও সংরক্ষন আইনে ২ টি মামলায় ৪ হাজার, মোটরযান অধ্যাদেশ আইনে ১৬টি মামলায় ৬ হাজার, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় ২ হাজার ৯শত, বাল্য বিবাহ নিরোধ আইনে ৩৮ মামলায় ৩৩ হাজার, কৃষিপন্য বাজার নিয়ন্ত্রন আইনে ১ টি মামলায় ১ শত, পশু নির্যাতন আইনে ১টি মামলায় ৫০, পৌরসভা আইনে ১টি মামলায় ১৫০, প্রকাশ্যে জুয়া আইনে ১টি মামলায় ১ শত, ওজন ও পরিমাপের মান অধ্যাদেশ আইনে ১টি মামলায় ১ শত, মৎস ও পশু খাদ্য আইনে ২টি মামলায় ৯ হাজার এবং বাংলাদেশ গ্যাস আইনে ১ টি মামলায় ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে। এছাড়ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। আরও পড়ুন>> ✅ ‘দুর্জয় বাংলায় সংবাদ প্রতিনিধি নিয়োগ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ আরো জানান, মুজিব জন্ম শতবর্ষে ১ শতটিরো বেশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বাল্য বিবাহ, নিরাপদ সড়ক নিশ্চিত করণ, মাদক নির্মূল, বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে। https://bd24report.com/bangla/2020/01/06/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A4-%E0%A7%A7-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD/?fbclid=IwAR0UWF-AV5BmpO10aIOf1E5mJctb3mH_HUG0w9cFbCpNAfZCym3YMh5zuOo https://www.durjoybangla.com/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A4-%E0%A7%A7-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD/ http://onnodristy.com/archives/50962?fbclid=IwAR3UkOdjsmR5hJL0ZtrksyoCe-JvseWU9Vk0fODj2aU-wZhndYJE8vxEkIc
|