মোবাইল কোর্টের গুরুত্বপূর্ণ খবরসমূহ
![]() |
2019-04-09 - http://www.bijoybanglabd.com/article/4402?fbclid=IwAR2wJZuMOadyr3EUaoxS3XNjrU6Ryd-C50TgH7LnBjWCwKcE_Qb2xmvt2BU
http://www.bijoybanglabd.com/article/4402?fbclid=IwAR2wJZuMOadyr3EUaoxS3XNjrU6Ryd-C50TgH7LnBjWCwKcE_Qb2xmvt2BU
|
![]() |
2019-04-09 - বগুড়ার শেরপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির চাল সিন্ডিকেটের হাতে চলে যাতে না যায় সেজন্য মোবাইল কোর্টের অভিযান।
আজ সকল ১০ টা থেকে শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ২০ জন ডিলারের মাধ্যমে ৫ হাজার হতদরিদ্র কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে ১০টাকা কেজি দরে চাউল বিতরনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সিন্ডিকেটদের ধরতে মহিপুর আব্দুর রশিদ, মির্জাপুর বাজার গোলাম রসুল, ছোনকা নজরুল ইসলাম ও কফিল উদ্দিন ডিলার সহ বিভিন্ন এলাকয় অভিযান চালিয়ে কোন সিন্ডিকেটকে পাওয়া যাযনি। এসময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর-রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলাম, শেরপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামিমুর রেজা, খাদ্য বান্ধব কমিটির সদস্য আব্দুল মান্নান প্রমুখ। উল্লেখ্য, সল্প মূল্যে খাদ্য বিতরণ ২০১৬ সাল থেকে কার্যক্রম চালু হয়েছে। এই কার্যক্রম আরো আধুনিকতা করতে উপকার ভোগিদের সুবিধার্থে ও ভোগান্তি যেন না হয় এ জন্য সরকার এসএমএস এর মাধ্যমে সল্পমূল্যের খাদ্যশস্য বিতরণ সময়টি জানিয়ে দেওয়ার পদ্ধতি চালু করেছেন। এরই ধারাবাহিকতায় এসএমএস এর মাধ্যমে উপকার ভোগিদের সময় জানিয় দেওয়া হয়। রাজশাহী বিভাগের ৬৯ উপজেলর মধ্যে শেরপুর উপজেলা ১৪ হাজার ৩ শ ৭১ জনের মধ্যে ২০ জন ডিলারের মাধ্যমে ২৫০ জন করে ৫ হাজার হতদরিদ্র কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে ১০ টাকা ধরে চাউল বিতরণ করেন।
|
![]() |
2019-04-05 - বগুড়ার শেরপুরে অবৈধ করাতকল বন্ধে ভাম্যমান আদালতের অভিযান
বগুড়ার শেরপুরে লাইসেন্সবিহীন অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রসাশন। অবৈধ করাত কল নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হবার পর উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করে। গত ৩ ও ৪ এপ্রিল দুপুর ১২ শেরপুরের পৌরসভা এলাকা, কলেজ রোড, হাজিপুর, উলিপুর, মহিপুর, গাড়ীদহের জুয়ানপুর, রনবীরবালা ,বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাত করাত কল মালিকের ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর এলাকায় আলিফ ফ্লায়ার মিলে অভিযান চালিয়ে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে মালিককে পণ্যে পাটজাত মোড়কের ব্যধতামূলক ব্যবহার আইন ২০১০ এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১শ ১৪টি প্লাস্টিকের মোড়ক উদ্ধার করে ধ্বংশ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাত হোসেন নেতৃত্বে এ অভিয়ান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১ মাসের মধ্যে তারা লাইসেন্স করে নিবেন মর্মে অঙ্গিকার করলে তাদেরকে অব্যহিত দেয়া হয়। শেরপুর থানা পুলিশ সহায়তায় জনস্বার্থে, জননিরাপত্তা নিশ্চিতকরণে, অপরাধ প্রবণতা প্রতিরোধকল্পে সর্বোপরি জনসচেনতা বৃদ্ধির স্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
|
![]() |
2019-04-04 - https://www.banglatoday24.com/31023?fbclid=IwAR3SOz7GSBTEe6eolgDf6QIfJ8cAhnok410jydJGWsv-QGpUA6_l6Ujqqs8
https://www.banglatoday24.com/31023?fbclid=IwAR3SOz7GSBTEe6eolgDf6QIfJ8cAhnok410jydJGWsv-QGpUA6_l6Ujqqs8
|
![]() |
2019-04-04 - বগুড়ার শেরপুরে পণ্যে পাটজাত মোড়কের ব্যধতামূলক ব্যবহার আইন ২০১০ কার্যকর করতে মোবাইল কোর্টের অভিযান
বগুড়া জেলার শেরপুর উপজেলা প্রশাসন বগুড়ার শেরপুরে পণ্যে পাটজাত মোড়কের ব্যধতামূলক ব্যবহার আইন ২০১০ কার্যকর করতে মোবাইল কোর্টের অভিযান শুরু করেছে। গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর এলাকায় আলিফ ফ্লায়ার মিলে অভিযান চালিয়ে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে মালিককে পণ্যে পাটজাত মোড়কের ব্যধতামূলক ব্যবহার আইন ২০১০ এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১শ ১৪টি প্লাস্টিকের মোড়ক উদ্ধার করে ধ্বংশ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, শেরপুর থানা পুলিশ সহায়তায় জনস্বার্থে, জননিরাপত্তা নিশ্চিতকরণে, অপরাধ প্রবণতা প্রতিরোধকল্পে সর্বোপরি জনসচেনতা বৃদ্ধির স্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
|
![]() |
2019-04-03 - http://provatinews.com/article/read/1072?fbclid=IwAR3f26mX2oi1FIKQzKynBBpA0SIID_A4jsOy-LfZ1TG9FMrjdDULvrW4sMw
http://provatinews.com/article/read/1072?fbclid=IwAR3f26mX2oi1FIKQzKynBBpA0SIID_A4jsOy-LfZ1TG9FMrjdDULvrW4sMw
|
![]() |
2019-04-03 - বগুড়ার শেরপুরে একমাসে ১১টি মোবাইল কোর্ট, ১৭টি মামলায় ১৭ ব্যক্তি দন্ডিত
বগুড়ার শেরপুর উপজেলায় গত একমাসে ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় ১৭ টি মামলায় ১৭ জনকে দন্ড দেয়ার পাশাপাশি ১৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, গত মার্চ মাসে শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এরমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ ৪টি মোবাইল কোর্টে ৪টি মামলায় ৪জন দন্ডিত হয় এবং ৪ হাজার টাকা জরিমানা আদায় হয়। এ ছাড়া বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টে ৩টি বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয়। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইনে ২টি, দন্ডবিধি ১৮৬০ এ ১টি, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে ০৩টি সহ মোট ১১টি অভিযানে ১৭টি মামলায় ১৭ জন ব্যক্তিকে দন্ড দেয়া হয়। এ ছাড়া ১৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী শেখ জানান, জনস্বার্থে জননিরাপত্তা নিশ্চিতকরণে, অপরাধ প্রবণতা প্রতিরোধকল্পে এ অভিযান অব্যাহত থাকবে।
|
![]() |
2019-03-27 - বগুড়ার শেরপুরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ কার্যকর করতে মোবাইল কোর্ট
বগুড়ার শেরপুরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ কার্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। আজ ২৭/০৩/২০১৯ তারিখে উপজেলার মহিপুর এলাকায় একটি খাবারের দোকানে অভিযান পরিচালনার সময় ১ ব্যক্তিকে সেখানে বসে ধুমপান করার সময় হাতেনাতে আটক করেন মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহ্যী অফিসার জনা মোঃ লিয়াকত আলী সেখ। এ সময় তাকে পাব্লিক প্লেসে ধুমপান করার অপরাধে ১০০/- (একশত) টাকা জরিমানা করা হয়। এছাড়াও একটি মুদির দোকানে অভিযান চালিয়ে সিগারেটের বিজ্ঞাপন দোকানের সামনে প্রকাশ্যে প্রচার করার অপরাধে দোকানদারকে ৫০০/- (পাচশত) টাকা জরিমানা করা হয়।
|
![]() |
2019-03-24 - বাঁশখালী উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় অর্থদন্ড
বাঁশখালী উপজেলায় ২৪ মার্চ ২০১৯খ্রি: তারিখ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সুমন পাল, পিতা-চিত্র পাল, সাং-শীলকুপ, বাঁশখালী ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে গাড়ি চালিয়ে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করায় তাকে ৫০০/- টাকা জরিমানা করা হয়।
|
![]() |
2019-02-28 - বগুড়ার শেরপুর উপজেলায় কোচিং বানিজ্য বন্ধ নীতিমালা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত
বগুড়ার শেরপুর উপজেলায় কোচিং বানিজ্য বন্ধ নীতিমালা বাস্তবায়ন উপজেলা মনিটরিং কমিটির ১ম সভা আজ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ লিয়াকত আলী সেখ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। এতে অভিমত ব্যক্ত করা হয় যে, সরকার গেজেট আকারে কোচিং বাণিজ্য বন্দধ নীতিমালা-২০১২ প্রকাশ করে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছেন। তাই এখন আর নীরব থাকার সুযোগ নেই। সভায় কোচিং বাণিজ্য বন্দধ নীতিমালা কার্যকর করতে প্রয়োজনবোধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
|