মাটি বাচলে বাঁচবে মানুষ

Client Logo
  • গল্প লিখেছেনঃ  তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ
  • তারিখঃ 2017-04-18
  • ভিজিটঃ 1696
 
পঞ্চগড় তেতুলিয়ার ডাহুক গুচ্ছগ্রাম এলাকায় মাটি কেটে আর মেশিনে পাথর তুলে পুরো সমতল ভূমি এবং নদীর অস্তিত্ব হুমকির মুখে ফেলে দেয়া হয়েছে। মাটি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে এলাকার মাটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে।আশেপাশে নদীতে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এবং নদীর গতিপথ পরিবর্তন হয়ে পড়েছে।এরকম চলতে থাকলে একসময় ভূমিকম্পনের সৃষ্টি হতে পারে।এম্নিতেই পঞ্চগড় অতি ভূমিকম্পন প্রবন এলাকা এবং সাম্প্রতিককালে তেতুলিয়া হতে মাত্র ৫০ কিলোমিটার দূরে নেপালে ব্যাপক ভূমিকম্প এবং ক্ষয়ক্ষতির ফলে আরো বেশি দুঃশ্চিন্তার কারন হয়ে পড়েছে। মাটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে গোটা এলাকার জনবসতি হুমকির মুখে পড়বে। আর মাটি বাচলে বাঁচবে মানুষ। এই   আজ উক্এত এলাকায় পঞ্চগড়ের জেলা ম্যাজিষ্ট্রেট  মহোদয়ের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে   বিজিবি'র সহায়তায় অবৈধভাবে পাথর উত্তোলনের উপর টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মেশিন দ্বারা পাথর উত্তোলন সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায়, উপস্থিত সাক্ষী এবং অভিযুক্তদের স্বীকারোক্তির প্রেক্ষিতে জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলায় আসামী নুরুল ইসলাম লালু সহ অপর তিনজন  অভিযুক্তকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদণ্ড প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 প্রিন্ট