ভেজাল ঔষধঃ জীবন রক্ষাকারী নয় বরং জীবনঘাতক

Client Logo
  • গল্প লিখেছেনঃ  পূর্বিতা চাকমা
  • তারিখঃ 2017-04-18
  • ভিজিটঃ 2111
 
ব্যবসায়িক সমৃদ্ধি মানুষের নৈতিকতা বোধকে এতটাই নিচে নামিয়ে দিয়েছে যে ঔষধ বিক্রেতারা ভেজাল ঔষধ বিক্রি করে রোগীর জীবনকে হুমকির মুখে ঠেলে দেয়।আসলে অসুস্থতা নিরাময়ের লক্ষেই আমরা ঔষধ সেবন করে থাকি। কিন্তু সেই ঔষধে যদি ভেজাল থাকে তাহলে তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সাধারণ মানুষের কল্যানার্থে এ জেলার ঔষধ বিপনী কেন্দ্রগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা শুরুকরি।এরই ধারাবাহিকতায় আমি  মৌলভীবাজার জেলার সরকার বাজার এলাকায় ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করি। এলাকাটি শহর থেকে কিছুটা দূরে অবস্থিত এবং এলাকার লোকজনকে misbranded ঔষধ দিয়ে ঠকানোও সহজ। ঘটনাটি ঘটে ২৯ নভেম্বর, ২০১৬ তারিখে। সময় দুপুর ১২ টা নাগাদ। ড্রাগ সুপার সহ যখন সরকার বাজারের ঐ ঔষধের দোকানে(রত্না ফার্মেসী)  গেলাম তখন ড্রাগ সুপার সেখানে অনেক misbranded, গুনগত মান সম্পন্ন নয় এমন ঔষধের সন্ধান পেলেন। এভাবে misbranded নকল ঔষধ বিক্রি করে দীর্ঘদিন থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন ঐ দোকানের মালিক। তাই এরূপ মারাত্মক অপরাধের শাস্তি হিসেবে (ড্রাগ) আইন, ১৯৪০ এর-১৮ ধারা লঙ্ঘনের অপরাধে ২৭ ধারায় ৫০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করি এবং সতর্ক করে দিয়ে আসি যেন ভবিষ্যতে ও ধরনের ঘটনা না ঘটে।একই সাথে আশে পাশের জমায়েতকৃত লোকজনকে ভেজাল ঔষধের প্রতিক্রিয়া এবং এ মোবাইল কোর্টের প্রয়োজনীয়তা বর্ণনা করি।  আমার বিশ্বাস এরকম প্রচারনায় যদি জনগনকে সচেতন করা যায় তবে মোবাইল কোর্টের প্রতি জনগনের শ্রদ্ধা আরও বৃদ্ধি পাবে এবং গণসচেতনতা সৃষ্টি হবে যার ফলে অসৎ ব্যবসায়ীরা ও সততার পথে ফিরে আসবে এবং দেশ সোনার বাংলা হওয়ার যাত্রায় আর ও একধাপ অগ্রসর হবে।   

 প্রিন্ট