ধুমপানে বিষপান

Client Logo
  • গল্প লিখেছেনঃ  নাহিদ তামান্না
  • তারিখঃ 2017-04-18
  • ভিজিটঃ 1560
 
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ৷ এতে ক্যানসার হতে পারে ৷ সিনেমা হল থেকে শুরু করে, বাস, ট্রাম, মেট্রো এমনকী, সিগারেটের প্যাকেটেও লেখা থাকে একথা ৷ তবুও সে সব লেখাকে পাত্তা না দিয়ে একের পর এক সুখটান  দিয়ে চলেছেন অনেকেই।ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে তামাকের সকল ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা  তথা বিক্রয় কেন্দ্রে বিজ্ঞাপন বন্ধ ও অপ্রাপ্ত বয়স্কদের নিকট বা তাদের দ্বারা তামাক ক্রয়-বিক্রয় বন্ধ, সকল পাবলিক প্লেস সমূহে সতর্কতা নোটিশ প্রদর্শন করা দরকার। অনেকেই এ বিষয়ে সচেতন নন।বিশেষ করে রাস্তার পাশের ছোট দোকানগুলোতে  ধূমপানের বিজ্ঞাপন প্রায় দেখা যায়।যশোর জেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্যে ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন,২০১৩ এর উপর  মোবাইল কোর্ট করতে গিয়ে এরকম দৃশ্য দেখা গেছে।এ টি শুধু যশোরের চিত্র নয়,সারা বাংলাদেশের চিত্র। গত ২৩/১১/১৬ তারিখে যশোরের ধর্মতলা এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ তামান্নার নেতৃত্বে একটি মোবাইল কোর্ট টিম ধর্মতলা এলাকায় গেলে অনেক দোকানেই ধূমপানের বিজ্ঞাপন পাওয়া যায় । এসব দোকানিদের সাথে কথা বলে জানা যায়,তামাক কোম্পানির লোকেরা এসে এসব বিজ্ঞাপন তাদের দোকানের সামনে লাগিয়ে দিয়ে যায়। কোম্পানির লোকেরা মাঝে মাঝে এসব বিজ্ঞাপন লাগানোর বিনিময়ে টাকাও দেয়। কিছু দোকানি জানান নিষেধ করা সত্ত্বেও কোম্পানীর লোকেরা তাদের কথা শোনে না ।রিপন নামের এক দোকানি জানান,কোম্পানীর লোকেরা রাতের আঁধারে কখন লাগিয়ে যান তারা টের পান না। উপস্থিত ম্য্যজিস্ট্রেট দোকানিদের জিজ্ঞেস করেন যে, এভাবে প্রকাশ্যে ধূমপানের বিজ্ঞাপণ প্রচার করা যে, ধূমপান ও তামাকজাত দ্রব্যে ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন,২০১৩ অনুযায়ী  দণ্ডনীয় অপরাধ সেটা তারা জানেন কিনা। জবাবে কেউ জানান যে,তারা এ সম্পর্কে জানেন না।কেউ জানান ,তারা জানেন এ টি আইনের চোখে অপরাধ।তবে এই আইনের নাম তারা শোনেন নি বলে জানান। উক্ত আইনে পরিচালিত মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট নাহিদ তামান্না সেদিন ২ ব্যক্তিকে ৩০০ ও ২০০ টাকা করে মোট ৫০০ টাকা জরিমানা করেন।ধূমপানের একটি বিজ্ঞাপন একাধিক মানুষকে ধূমপানের নেশায় আকৃষ্ট করতে পারে। ডেকে আনতে পারে জীবনের চরম সর্বনাশ। এভাবে ধূমপানই হতে পারে জীবনের বিষপান।এজন্য সবাইকেই এ বিষয়ে সচেতন হওয়া উচিত এবং ধূমপানের বিজ্ঞাপণ বন্ধ করতে পদক্ষেপ নেওয়া উচিত।

 প্রিন্ট