কে সফল- ম্যাজিস্ট্রেট না জনগণ?

Client Logo
  • গল্প লিখেছেনঃ  মোঃ দেলোয়ার হোসেন
  • তারিখঃ 2017-04-18
  • ভিজিটঃ 1446
 
২০১৬ সালের ২১ শে সেপ্টেম্বরঃ মোঃ দেলোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, মেহেরপুর।  অনেক দিন ধরেই আমার কাছে সংবাদ আসতেছিলো, “ স্যার, গাংনী বাজারের তিন রাস্তার মোড়ে মাছ বাজারে যদি যান দেখবেন মাছওআলারা  মাছ বেছনের সময় ওজনে কম দ্যায়”। আমার অফিসের কোনো কোনো স্টাফ  গাংনীর স্থানীয় বাসিন্দা। আমি জিজ্ঞাসা করি, “কিভাবে জানেন?” উত্তরে বলে, “ আমরা মাছ কিনি স্যার। আরো অনেক কাস্টমার-ও মাছ কিনে এই কথাই বুইলছিলো। এক কেজি কিনলে নয়শ গ্রাম  পাওয়া যায়। আমার কাছে ছাড়াও আমার সহকর্মী অন্যান্য ম্যাজিস্ট্রেটগণের কাছে ও এমন অনেক অপরাধের সংবাদ আসে। সবচেয়ে বেশি সংবাদ পেয়ে থাকেন আমাদের ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) পরিমল সিংহ (১৫ ব্যাচ) স্যার। আমরা যখন স্যারের সামনে থাকি তখন স্যারকে দেখি ফোনে বিভিন্ন অপরাধের বিষয়ে সংবাদ পাচ্ছেন। সংবাদদাতাগণ সোর্স মানি না পেলেও দ্রুত কাজ হবে ভেবে আমাদেরকে জানান। স্যার সাথে সাথেই আমাদের কাউকে না কাউকে পাঠিয়ে দেন। আবার সর্বশেষ খবর জানতে মোবাইলে কল দেন। তেমনি একটি ঘটনা ২০১৬ সালের ২১ শে সেপ্টেম্বর দুপুর ১২: ১০ টায় । আমি গাংনীতে মোবাইল কোর্ট বসাতে যাচ্ছি এবং আইন ও শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আমার কিছু প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সদস্যের সহায়তা দরকার। এ বিষয়ে গাংনীতে র‍্যাবের ডিএডি মোঃ শহিদুল ইসলাম আমাকে তিনি সহ আরো কিছু র‍্যাব সদস্য সাথে দিয়ে সহায়তা করেন। বিপুল সংখ্যক জনগণের সহযোগিতায় উল্লেখিত ঘটনাস্থলে কোনো প্রতিকূলতা ছাড়াই উক্ত মাছ ব্যবসায়ীদের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করি। এ কাজে আরো সহযোগিতা করেন বাজার কমিটির সভাপতি, স্থানীয় গণমাধ্যমকর্মী, গাংনীর ইউএনও স্যার। সবগুলি মাছ দোকানে গিয়ে তাদের ওজন দেওয়ার বাটখারাগুলি পরীক্ষা করে দেখি। তাদের মধ্যে তিনজন বিক্রেতার বাটখারায় ওজনে তারতম্য দেখতে পাই। ১ কেজির বাটখারা-র ওজন ৯৩০ গ্রাম। ২ কেজির বাটখারা-র ওজন ১৯২০ গ্রাম। এরুপ প্রায় প্রতিটি বড় বাটখারা-র ওজন কিছুটা কম। বাটখারাগুলি জব্দ করি। অপরাধ সংঘটন -উৎঘাটন ও দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মাছ-ব্যবসায়ী তিনজন যথাক্রমে মোঃ আক্কাস আলী (৪০) , মোঃ তরিকুল ইসলাম (৩৮) ও কাওছার আলি (৩৯)-র প্রত্যেককে  ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯  এর ৪৭ ধারায় (বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির দণ্ড) প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট পনেরো হাজার  টাকা অর্থদণ্ড প্রদান করি।

 প্রিন্ট