মায়ের অভিযোগ
- গল্প লিখেছেনঃ মাধবী রায়
- তারিখঃ 2017-04-20
- ভিজিটঃ 4998
২০১৩ সালের দিকের কথা।
চাকুরির একদম প্রথম সময়। একদিন নিজের কক্ষে বসে আছি। হঠাৎ করে অফিস সহায়ক এসে জানালো
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার আমাকে সালাম জানিয়েছে। আমি স্যারের রুমে গেলাম।
দেখলাম একজন মধ্যবয়সী মহিলা বসে আছেন।স্যার মহিলাকে বললেন আমাকে সব খুলে বলতে।আমি মহিলাকে
নিয়ে নিজের কক্ষে গেলাম।মহিলা কাঁদতে কাঁদতে জানালো তার ছেলেটি গাঁজা সেবন করে। টাকা
না পেলে সে নিজের মা এমনকি ছোট বোনকে মারে,
ঘরের জিনিস ভাংচুর করে।তাই মা এসেছে অভিযোগ জানাতে এবং আমাকে অনুরোধ জানালো আমি যেন
মোবাইল কোর্ট করে ছেলেটিকে জেলে দিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনি।একথা বলে সে কাদতে লাগলো।আমি
তৎক্ষনাৎ মোবাইল কোর্টের প্রুস্তুতি নিয়ে অভিযান পরিচালনা করি এবং অভিযান চালনাকালে
ছেলেটিকে গাঁজা সেবনরত অবস্থায় ৫ পুরিয়া গাঁজাসহ পাই। ড্রাগ পরিদর্শকের অভিযোগের সাপেক্ষে
মামলা আমলে নিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ৭(ক) ধারা মতে ৬(ছয়) মাসের
বিনাশ্রম কারাদন্ড প্রদান করি।ছেলেটিকে জেলে পাঠানোর সময় মা আচলে অশ্রু মুছতে মুছতে
বললো “যা বাবা ভালো হয়ে ফিরে আসিস”। এর পর প্রায় এক বছর পর একদিন সেই মা আমার কাছে
আসলেন এবং আমাকে জানালেন তার ছেলে জেল থেকে
বের হয়ে এখন পড়াশুনা করছে।