রেস্টুরেন্ট
- গল্প লিখেছেনঃ ফারহানা আলী
- তারিখঃ 2017-04-20
- ভিজিটঃ 5062
আমি সহকারী
কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কিশোরগঞ্জ জেলায় কর্মরত । এই জেলার
সদর উপজেলার স্টেশন রোড এলাকায় বিভিন্নমানের খাবারের হোটেল রয়েছে । হোটেলগুলোর অধিকাংশই
মানসম্মত নয়। পচা-বাসি খাবার পরিবেশন, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ,
রেফ্রিজারেটরে খাবার সঠিকভাবে সংরক্ষণ না করা, কাঁচা খাবার এবং রান্না করা খাবার
না ঢেকে একই ফ্রিজে সংরক্ষণ করা, অপরিষ্কার রেফ্রিজারেটর, একই তেলে বার বার রান্না
করাসহ আরও নানা কারনে তাজ রেস্টুরেন্ট আলোচনায় এসেছে। ফলে ২০১৬ সালের ১৭ নভেম্বর
বিকেল আনুমানিক ৪:০০টার দিকে উক্ত রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৬০,০০০/= টাকা(ষাট হাজার) জরিমানা করা
হয়। এর ফলে ঐ এলাকায় অবস্থিত অন্যান্য হোটেলগুলোও সতর্ক হয় এবং জনগণ হয়রানি ও
দুর্ভোগের হাত থেকে রক্ষা পায় যা মোবাইল কোর্টের মাধ্যমে সম্ভব হয়েছে।