ফেসবুক পেজ এর তথ্যের ভিত্তিতে বাল্য বিবাহ প্রতিরোধ
গল্প লিখেছেনঃ কাজী মোঃ মোহসীন উজ্জ্বল
তারিখঃ 2017-04-21
ভিজিটঃ 1618
গত ০৫ নভেম্বর ২০১৬ তারিখে জেলা প্রশাসক, চাঁদপুর এর ফেসবুক পেজে চাঁদপুর সদর
উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে একটি
বাল্য বিবাহের প্রস্তুতি চলছে বলে একটি অভিযোগ করা হয়। অভিযোগটি দেখার সাথে সাথে জেলা প্রশাসক জনাব মো: আব্দুস সবুর মণ্ডল এ
বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মোহসীন
উজ্জ্বল কে নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী নির্বাহী
ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মোহসীন উজ্জ্বল ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়ে উৎঘাটন করেন যে
ঘটনাস্থল লক্ষীপুর ইউনিয়নের আলগী গ্রামের নুরুন্নবী তাঁর মেয়ে সুলতানা কে বাল্য বিবাহ দেয়ার আয়োজন করেছেন। তৎক্ষনিক সেখানে হাজির হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের পিতা নুরুন্নবীকে
ও বর করিম কে এক মাসের কারাদণ্ড প্রদান
করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ
মোহসীন উজ্জ্বল । তথ্যদাতা ইউপি মেম্বার
সগির মিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে
ধন্যবাদ দেয়া হয়। সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে চাঁদপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত রাখতে জনগণ আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন এই
প্রত্যাশায় এভাবেই জনসেবায় চাঁদপুর জেলা প্রশাসন এগিয়ে চলেছে।