চিনির বাজারে সস্তি

Client Logo
  • গল্প লিখেছেনঃ  জাফরীন আহাম্মেদ ss
  • তারিখঃ 2017-03-22
  • ভিজিটঃ 1582
 
চিনির মূল্য আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় জনগণের আক্রশ ক্রমশ বাড়ছে। পাইকারি ও খুচরা বাজারে সিন্ডিকেট করে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রামের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনার ধারাবাহিকতায় আজ কাজীর দেওড়ি বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোখলেসুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অধিক মূল্যে চিনি বিক্রয়ের অপরাধে ৫টি দোকানের মালিককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়। তারা পাইরাকী বিক্রেতা হিসেবে চিনির মূল্য বৃদ্ধি করে খুচরা বাজার কে অস্থিতিশীল করে রেখেছিলেন। এতে জনমনে সস্তি নেমে এসেছে।

 প্রিন্ট